{ গীতিকবিতা }
(উতসর্গ ;- আমাদের বিশ্ব কবি রবি ঠাকুর’কে-) ।


আজ আমার রবির জন্মদিনে-
দক্ষিণেতে বইছে বাতাস,
     সাতটি সুরের তানে ।
আজ আমার রবির জন্মদিনে- ||


আজ বৈশাখেরি ভোরে-,
আজ, সবারই ঘরে ঘরে |
     আজ, আমারও জীবন দ্বারে,
     আজ, আমারও বীণার তারে-
সেই উঠলো চেনা তান,
আর, ভরালো আমার প্রাণ-
     সেই সবার জানা, সবার চেনা- সুরে,
     আজ যায় নিয়ে যায়, আমায় বহুদূরে ||


আজ রবির জন্মদিন    
আজ, রবির জম্মদিন |          
    তাই বাজেরে রিনঝিন,
    তাই, বাজেরে রিনঝিন-
ওই সুরের সাতটি সুর,
ওই সুরের সাতটি সুর
     আজ নিয়ে যায়, আমায় অচিনপুরে,
     আজ যায় নিয়ে যায়, আমায় বহুদূরে  ||

আজ, ওরই জন্মদিনে-,
আমি আনবো সবই কিনে |
       আমি আনবো না মুকুল,  
       আমি আনবো ভোরের ফুল
আর গাঁথবো গলার মালা,
আর সাজিয়ে বরণ ডালা
      আমি ডাকটি দেবো, শঙ্খ ডাকের সুরে,
      আজ যায় নিয়ে যায়, আমায় বহুদুরে ||
        
আজ আমার রবির জন্মদিনে-
দক্ষিণেতে বইছে বাতাস,
     সাতটি সুরের তানে ।
আজ আমার রবির জন্মদিনে-   ।।