আজ   সকাল সকাল মেঘের ভেলা
           যায় গো কোথা যায় ,
তোরা   দেখবি যদি ওদের খেলা
           আয় রে তবে আয় ।
                  হায় !
        পারছি না যে কোনো মতে,
ওরা,   থামছে না রে ওদের পথে-,
             যায় যায় যায়, যায়-
          ওরা, দূরে ভেসে যায়...।
তোরা   দেখবি যদি ওদের খেলা
           আয় রে তবে আয়...।।


আজ  সকালেতেই শান্ত বেলা
              বৃথা চলে যায়-,
সাথে- ডাকছে ওগো ডাকছে ওরা
           ওদের সীমানায় ।
                 হায় !
          শিরীষ ফুলের রবি মাসে
ওদের,  ভেসে যাওয়ায় কি বা আসে!
                 থামে না যে হায় !
         ওরা সুরে ভেসে যায় ...।
তোরা   দেখবি যদি ওদের খেলা
           আয় রে তবে আয়...।।


আ--