তোমারে দিয়াছি যাহা-
       আজ, আমারে ফিরায়ে দাও !
আজ, ধূলাতে মিশায়ে তাহা-
       আমি, করিবো সবই উধাও ।
           তবু না আমারে শুধাও !
আমি, তোমারে আপন করিয়া-
আমি, দিনে দিনে গেনু মরিয়া,
আমি স্মৃতিরই পাতায় তোমারে তাই
         রাখিবো না আর ধরিয়া ।
      যাও, আমারে ভুলিয়া যাও...।
      তবু, আমারে না শুধাও !


আমি ভুলিতে চাই আজি-,
     তোমারি, আমারি সকলি খেলা,
আমি আছি গো আছি রাজি
     আমার ভাসাতে স্মৃতিরই ভেলা ।
              হায় যায় যে বৃথা বেলা !
আমি বাঁচিতে-, ভুল করিয়া
আমি, কেন গো যাই মরিয়া !
আমি হৃদয় মাঝে তোমারে তাই
         রাখিবো না আর ধরিয়া ।
        আমার সকল ফিরায়ে দাও !
           তবু, আমারে না- শুধাও !  
      
আমি, তোমারে দিয়াছি যাহা-
       আজ, আমারে ফিরায়ে দাও!