আজ, মেঘেদের- শত ভেলা
                করছে নানা খেলা,
-ও ভাই, তোরা বৃথাই বসে
                 কাটাস্ কেন বেলা ?
তোরা আয় আয় আয় ,
               আয় আয় রে-
                    করবি সাথে খেলা ।
দেখ্ ,  কেমন করে চমক হানে,
                   কেমন সাজায় ডালা ,
দেখ্ ,  কেমন করে ডুমুরু গানে-
                  বসায়, গানের পালা ।
ওরা-  হৃদয় বীণায় বজ্র আনে,
                   সেজেই ঘন কালা ।।
-ও ভাই, তোরা বৃথাই বসে
                  কাটাস্ কেন বেলা ?
তোরা আয় আয় আয়
                আয় আয় রে-
                    করবি সাথে খেলা ।।


হায় !   যায় যায় যায়-,
                  যায় যায় যায় বেলা,
তোরা   এমনি এমনি নিজের মাঝে
                   করিস্ না আর হেলা ।
দেখ্ ,  ওই পারেতে, রবির আলো
                         মুছায় ঘন কালো,
দেখ্ ,  কালোয় মেশা জগতটাকে
                        লাগছে খুবই ভালো ।
তোরা-,   কালোর খেলায় হ রে কালা
                      কাটা রে সারা বেলা ।
তোরা আয় আয় আয়
                   আয় আয় রে-
                           করবি সাথে খেলা   ।।