***( কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্ম বার্ষিকের উপলক্ষ্যে তাহার চরণ তলে- উতসর্গ করিলাম । )


তোমারে আমি পূজিতে, আজি তোমারে করিবো স্মরণ
তোমারে আজি প্রভাতী গানে- করিব আমি বরণ  ।।
        এই প্রভাতে-, হে নজরুল, এসো গো তাই হেথা,
        এই প্রভাতে- হে নজরুল, এসো গো ফের, যেথা-
তোমারি চরণ করিছে আজি- সকল খেলা হরণ ।
        যদিও মরণ আসিবে আসুক !
        জীবন পাল ভাসিবে ভাসুক !
তবুও আমি পূজিতে আজি- তোমারে করিবো স্মরন !
তোমারে আজি, প্রভাতী গানে- করিবো তাই বরণ ।।


তোমারে আমি পূজিতে আজি কিনিবো পূজার সাজ,
এই প্রভাতে-, প্রভাতী গানে ডাকিছি তাই আজ ।
        এই প্রভাতে-, হে নজরুল, এসো গো আমার ঘরে
        এই প্রভাতে-, হে নজরুল, এসো গো আসন 'পরে
যেথায় আমার, তোমারে ছাড়া নাইকো কোনো কাজ ।
        সেথায় চরণ পড়িলে আজি-
        সাজিবো আমি সোয়ানু মাঝি !
তবুও আমি, পূজিতে আজি- কিনিবো পূজার সাজ !
এই প্রভাতে-, প্রভাতী গানে ডাকিছি তাই আজ ।।