অন্তর আজ অন্তর হল- মিলন মেলা থেকে ,
তোমার আমার হৃদয় তাই, আঁধারে আজো ঢেকে ||
         তোমার হৃদয় হয়তো আজো পরশ পাথর নয়
         আমার হৃদয় আজ গো প্রিয়া- মোমের অভিনয়,
কোথায় গেলে শেষ বিকেলে আবার তোমায় ডেকে
অন্তর আর অন্তরে নয়- ভালোবাসায় ঠেকে ||


         এখন আমার অন্তরে মন থাকতে চায় না প্রিয়া
         ঝড়ের মতো ঝড় তোলে হায় আমার সকল হিয়া ||
হচ্ছে ক্ষয় জয় পরাজয় আমার মনে হয়
তাই তো আমার অন্তরেতে মোমের অভিনয়,
         জ্বললে এমন মোমের মতো হৃদয় যাবে গলে-,
         তবে গো আর থাকবো না আর ওপার যাবো চলে ||


যখন আমার অন্তরেতে- থাকলো কালো ঢেকে,
যখন আমার অন্তরেতে- অন্তর গেলে রেখে ||
              অন্তর আজ অন্তরে তাই- মিলন মেলা থেকে ,
              তোমার আমার হৃদয় ওগো- আঁধারে আজো ঢেকে ||