‘ফুল ফোটে, ফুল ঝরে, ঝরে তার পাতা,
তবু মন- আমরণ, করে মালা গাঁথা’ |
         তবু হায় বেদনায় হৃদয় না কাঁদে,
         বেসে যায় ভালো তারে,
                 ভাবে না সে যা তা ||


হয় বাসি ফুল সে তো- হয় বাসি মালা
হয় বাসি পাতা সে তো-, তবু গাঁথে বালা |
         তবু হায় বেদনায় হৃদয় না কাঁদে,
         বেসে যায় ভালো তারে-,
                      পেয়ে শত ব্যথা  ||


সেই ফুল- একদিন করে ছিল খেলা
ভরে ছিল বাতাসেতে সুবাসেরই ডেলা |
     আজ সেই ফুল নেই, তবু কেন সখী-
     হব আমি চিরদিন- আমাতেই দুঃখী ?


ফুল ঝরে, ফুল ফোটে-, সে তো আছে জানা,
তাই বাসি ভালো তারে-,
                   উুঁচু করে মাথা ||