বৃষ্টির সুর আজ তানপুরাতে- ওগো উঠল বেজে,
          ওগো উঠল বেজে,
তবলা ও তাই ভাই তার সাজেতে- ওগো উঠেছে সেজে
          ওগো উঠেছে সেজে ।।
মনটা যে তাই- ভাই আবোল তাবোল,
বৃষ্টির সুরে নিজে- হয় গো পাগোল
             আগোল করতে গিয়ে তারে গো আমি
      কখনো ময়ূর সেজে-  উঠি গো নেচে !
               ওগো উঠি গো নেচে ।।
সেই বৃষ্টি, ওগো, আজ এসো ধরি’রে-,
মেখে নি গানে গানে গোটা শরীরে ,
             মিশে যাই- সুরে ঝরা বৃষ্টি মাঝে ।
      আজ , আবোল তাবোল সুরে-  নাচালো কে যে-,
                  আমায় নাচালো কে যে ।।