যখনি ছুটিছে গগনে গোপনে- ঘন কালো কালো মেঘেরি ভেলা ,
যখনি পরশে ফুটিছে কুসুম-,  উঠিছে সুবাস-, হয়ে উতলা ,
তখনি বাজিছে-, গগন সাজিছে, হাসিছে হৃদয়-, করিছে খেলা  ।
তখনি নাচিছে- হৃদয় আমার, কাটিছে আমার সকলি বেলা  ।।
             তখনি বাজিছে- রুনু ও ঝুনু-,
             সুখ’টি যখনি নিতেছে বেণু,
টুপটাপ-টুপ, সুর ও তালের সুরেতে মিশে-, হয়ে উতলা ।
যখনি ছুটিছে গগনে গোপনে- ঘন কালো কালো মেঘেরি ভেলা ।।
             যখনি হইনু- আমিও পাগোল
              বৃষ্টি ধারায় হয়ে গোল গোল,
তখনি আমি বেণুরি সাথে-  সঙ্গী হইয়া হইবো চেলা ।
যখনি পরশে-, ফুটিছে কুসুম,  উঠিছে সুবাস-, হয়ে উতলা ।
যখনি ছুটিছে গগনে গোপনে- ঘন কালো কালো মেঘেরি ভেলা  ।।