সারা সারা বেলা চলে
মেঘেদের খেলা চলে-,
তাইতো দলে দলে
ভাসিয়ে চলবো দূরে
           ভেলা-,
মনটা রাখতে ঠিক
উড়ে যাবো নানা দিক,
ঘড়িটির টিক্-টিক্
যখনই-, বন্ধ তার
          খেলা !
তখনই দেবো জুড়ে
অজানার ওই সুরে,
অজানার ওই দূরে-
যখনই, অস্তে যাবে
          বেলা !
তখনই হয়তো হবে
ওঠা পড়া হরে-লবে,
তখনই আবার সবে-
মেঘেদের হয়ে যাবে
          চেলা ।।