ভালোবেসে ফেলেছিল তারে,
এই  দ্বি-নয়ন, দেখেছিল যারে
ওই কাশবন আর দোলন চাঁপার
     সুবাস নদীর ধারে ।।
তারে-, বারে বারে আমি
     থেকেই এই পারে-
দিয়েছি ভালোবাসার হিলন,
যদি হয় একটি বার মিলন ।
তাই, ভালোবেসে ছিল তারে
এই  দ্বি-নয়ন, দেখেছিল যারে ।।


দেখিনি জাতের সাম্রাজ্যে-
নয়নের পলক নামার সাজ যে,
দেখিনি- রাঙা গালের লাজ যে-,
ভালোবেসে ফেলেছি তাই আজ যে ।।


দেখেছি-, তাহার কাজল চোখ
দেখেছি কেশের ঘনঘটা,
শুনলে বলবে অনেক লোক
দেবে সে অনেক রকম খটা ।
তবুও-,ভালোবেসে ছিল তারে
      দ্বি-নয়ন দেখেই ছিল যারে ।।


শুধু-,
দেখেনি-, একটি সে বার আমায়
      যা দেখে নয়ন দেখা থামায় ।।