মেঘে মেঘে গেল বেলা     রয়ে গেছে কত খেলা,
        যে খেলা ছিল চিরদিনই-,
যে খেলা তোমার কাছে    খেলে যাবো আশা আছে
        সে খেলায় আজ ফের ঋণী ....।।
তুমি তো বলে ছিলে    শেষে কিনা এই দিলে
       শেষে কিনা বিনা খেলা খেলে
যেতে হবে ওই পার !  নয় নয়, সখা আর
     খেলার পরশ আজ দাও দাও ঢেলে ...।।


আসোনি তুমি তাই-   মেঘে মেঘে বেলারাই
        একা একা খেলে গেছে শুধু,
এই দেখে প্রজাপতি    নিজেতেই করে ক্ষতি,
       ফুলে ফুলে ঢলে দেখো মধু ...।।
যা আমার ছিল চাওয়া    যা আমার ছিল পাওয়া
       সব কিছু আজ ফের ফেলে
যেতে হবে ওই পার !  নয় নয়, সখা আর
     খেলার পরশ আজ দাও দাও ঢেলে....।।