আজি ভারত স্বাধীন লগ্নে
তুমি চুপটি আছো কেমনে ?
তুমি কণ্ঠে তোলো,
      হাওয়ায় দোলো-,
বাওয়ায় থাকো মগ্নে,
আজি ভারত স্বাধীন লগ্নে ।।
        
আজি দলিয়ে যাবারি পালা
দেখো, সাজিয়া রইলো বালা-,
তুমি তিলক তোলো,
      ফের গো বলো
‘ঢের গো চলো সামনে-’,
আজি ভারত স্বাধীন লগ্নে ।।


তাহারা মানেনি হার তখনো,
ধূলায়, মিশিয়া যায়নি কখনো,
তবে তোমরা ঢলো !
        গোমরা গুলো
দমরা গেল অমনে ,
আজি ভারত স্বাধীন লগ্নে ।।


আজি উল্লসিতের টানেতে
তুমি মিলায়া স্বর তানেতে
তুমি সকলি ভোলো,
       আবারি দোলো
ঝাঁপারি যাও অগ্নে-,
আজি ভারত স্বাধীন লগ্নে ,
আজি ভারত স্বাধীন লগ্নে ।।