তুমি আছো তাই
     ফিরে ফিরে পাই-,
হারানো সকল স্মৃতি-,
     তাই বলে যাই,
     বন্ধু ও ভাই-
দিও গো এমন প্রীতি ।।
     যে প্রীতি তোমার-,
     বাড়ায়, আমার
মনের ঘরের নীতি,
     যে প্রীতি সকল
     হাটায় নকল-,
বার বার যাতে জিতি ।।
    যে প্রীতি সকল
    শুধু- কলকল,
কখনো আবার গীতি,
    নদীদের মতো-
    সদা রয় ব্রত
থাকে না কখনো স্থিতি  ।।
    সেই প্রীতি ভাঁজ
    পাই যেন- ‘রাজ’,
যাতে মনের ভীতি-
    হয় আরো বাড়া,
    রয় সদা খাড়া-,
নয়তো-, আমি ইতি ।।