যখন ভাবি ভাববো না,         কোনোই মনে রাখবো না,
               তখন মনে ঠিক গোপনে
                 দুষ্টুমির এক কল্পনা,
আসে এবং ভালো গো বাসে,    নিত্য দিনের সেই আবেশে
                হঠাত করে, কি জানিনে-,
                  বসে মনের জল্পনা ।
হারাই তখন নীল সীমানায়,      আমার মনের কানায় কানায়,
                 কল্প-রথৈ, নৃত্য গানে
                  বাজে তখন ঝনঝনা ।
তাইতো মনের দুষ্টুমিরা-      কখন নকল কখন হীরা,
                কখন আবার আমার প্রাণে-
                   রাঙায় হয়ে রঞ্জনা ।
তাইতো আমি ঠিক বুঝেছি,    দূরেই থাকার ঠিক যুঝেছি,
                 উপায় জানা, আছে মনে -,
                জানলেও ভাই বলবো না !