একাকিনী এই রাত
হাতে- আমার ও তার হাত,
বন্ধু এই বুঝি- ভাবলো
আর নেই রেহাই ।
কতটা আপন, কতটা গোপন,
কতটা জমানো দোহাই
মিলেমিশে আজ হবে এক সাথ ।


পথে যে কেউ নেই-
জানালো পথের পথিক,
তবে, আরো কাছে আসা চাই সঠিক ।
না হলে যে-,
কতটা আপন, কতটা গোপন,
এক নিমেশেই-, হয়ে যাবে সব বাদ ।


কাঁপে বুক থরথরে-,
প্রেমিকা উঠলো বলে
কেন আমি কাঁপছি-?
প্রেমিক উঠলো বলে
তাই আমি ভাবছি--,


একাকিনী, এই রাত-
হাতে-, আমার ও তার হাত ।।