লিখতে যাবে কালি নেই,
লিখবে তবে কেমন ?
কালি আনতে গেলে যেই-
মনে যে নেই -এ মন ,
লিখবে তবে কেমন ?


খাতার মাঝে পাতা নেই
আবার মনে যা তা নেই,
বৃষ্টি মেঘে ছাতা নেই-,
ভিজবে তবে- এমন ?
লিখবে তবে কেমন ?


গেছে যখন কথার খেই
ভাগ্য গুলোর সাথে
নাচবে তবে ধেই ধেই ধেই
সন্ধিকালের বাতে- ।


কষ্ট হবে , বুঝছো না যে-,
আলসে-মোড়া এমন,
তিন কাল ঠিক এক কালে যে-!
মিলবে না কি -এ মন ?
লিখবে তবে কেমন ?