তুমি, যাবে- আমার সাথে ?
ভোর, দুপুরে, কিংবা মধ্য রাতে !


যেখানে- বাতাস তার সুরের ধ্বণি
বাজায়, রিনিঝিনি-,
যেখানে আকাশ মাঝে চাঁদের মণি-
রাঙায়- মাথার বিনি ।


যেখানে শান্ত দিঘীর জল টলমল,
ধাক্কা পায়ে লাগে,
যেখানে আমার বেনির চুলের ছল-
আনবে তোমায় বাগে ।


যাবে নাকি-? সেই ওমন অপরূপে- !
যাবে নাকি-? সেই মধ্য রাতের ধুপে !
তবে বেরিয়ে পড়ো, ঠিক- চুপে চুপে ।


সেখানে-, আমায় ঠিক তোমার চিনতে
ভুল হবে না জানা,
সেখানে-, আমায় ঠিক তোমার কিনতে
নেই যে কোনো মানা ।


সেখানে বসন্ত তার কোকিল সুরে
ফোটায়- কষণ ফুল,
সেখানে সাধাসিধে মাথার চূড়ে
আসে কানের দুল ।


তবু এসো-! কষ্ট হোক ! বয়ে গেছে তাতে-,
তবু এসো- গোটা শতেক রাখা টাকার সাথে,
তবে, বেরিয়ে পড়ো ভোর-দুপুরে কিংবা মধ্যরাতে- ।


না এলে যে- আমার ছেলের পেটে
জুটবে না-, কালকের মতো একটুও খানি এঁটে-,


তাই, শুধু তোমাকেই বলি- এসো, হবে না হয় লেটে ।