আজি পোহাইলে রাতি-,
করিবো আমি, করিবে তুমি-
উৎসবে মাতামাতি  ।
দেরি নাই তাই-,
পাড়ি দিবো দূরে-
রইবো না আর ঠাঁই  !
বাজায়ে সানাই, শঙ্খের তালে
গুঁথিতে জাতি একই মালে-
আজি শরতে আহ্বান জানাই ।


আজি, পোহাইবে রাতি-!
হইবে মিলন, এই শরতেই-
সকলি মনের জাতি  ।


দেরি নাই তাই-,
ভাই, পোহাইলে রাতি
শরতের মাসে-, শরতের পাশে,
শুভ্র-কাশের দোলনার হাসি-
প্রতিটি ক্ষনেই ভরিবে আজি ছাতি ।


মিলনে তাই-
দেরি নয় আর ভাই ।
শরত লগনে ভরিতে ছায়া-
যুগে যুগে তাই
তোমারে জানাই-,
এসো হে- মিলনে ভায়া ।