তোরে বিনা-, বীণা আর বাজবে না,
নিত্য, -এ হাতে আর সাজবে না,
ঝঙ্কার ভুলে যাবে
         এ জীবন শূলে যাবে,
তোমা ছাড়া এই মন বাঁচবে না,
তোরে বিনা-, বীণা আর বাজবে না ।।


তোরে বিনা-, বাঁশি তার হাসিতে-
বিষাদের স্বরে রবে রাশি আর রাশিতে,
হৃদয় পুড়েই যাবে,
          তোরে বিনা কি পাবে !
জানি বাঁশি- তোরে ছাড়া বাজবে না,
তোরে বিনা-, বীণা আর বাজবে না ।।


তোরে বিনা-, সাতসুরা হারমনিয়াম
একে একে নি-শব্দে হবে বিনা দাম,
সখী তোরে বিনা-,
           আর হবে জিনা ?
জানি, এ হৃদয় কোনোদিন আর হাসবে না,
তোরে বিনা-, তোর এ বীণা আর বাজবে না ।।