সকাল থেকে রাত্রি খুঁজি-
একটা মুঠো খাবার
না পাইলে চোখটি বুজি
ঘুম ভাঙলে আবার-
ছুটেই আসি তোমার দ্বারেই
নিরাশ সকল ফেলে,
একবার নয়-, বারে বারেই
যদি গো কিছু মেলে ।
কিন্তু তুমি হাসিয়ে দিলে-,
একটি প্রশ্নে জানবে-,


‘পেটে নাই যার- পিঠের মিলে,
সে কেমনে কাপড় আনবে’ ?