হাজার মুখের ভিড়ের মাঝে
একটি সে মুখ, তোমার দেখি,
ভালোবাসলে- এমন সাজে,
সে কথা নয় আগেই লেখি ।


জানিনা এ কোন নেশার ছল,
তবে বন্ধু যাই না বলো-
আমার কাছে সবই ভল;
হৃদয়ে যখন- এসেই দোলো ।


কেউ জানেনা কারণ তাহার ,
কেন বা সদা আমার মন
হারিয়ে যায়, পেলেই বাহার- ।
জানি, কিন্তু- বলা বারণ !


নিজের বলেই হয়তো হয়,
তাইতো সদাই নিয়ে চলছি-,
হাজার ভিড়ে তবুও জয়
মিলছে যখন- তাই বলছি;


ভাসছে যদি ভাসুক- তবে
এই চোখেতেই না হয় দেখি;
‘ভালোবাসলে-, এমন হবে’,
সে কথা নয় আগেই লেখি ।