জীবনে আমার প্রতিটা ক্ষণে
প্রতিটা শ্বাসের প্রতিটা কোণে,
        কে যেনএক গোপনে-,
বারে বারে কাঁপন সুরে
বলেই যায়- হৃদয়পুরে
        দুঃখ কেন মনে-?


জবাবে তার দিয়েছি আমি,
একটুখানি আড়ালে থামি-,
       স্বজন- পরিজনে
এ সে ব্যথা- দিয়েছে, জানো,
মানো আবার নাইবা মানো
        বলবো অনুক্ষণে  ।


যখন আমার সকল আশা
রয়েই গেল- সব নিরাশা
      মধুর বনে বনে,
তবে আমার দুঃখ ছাড়া-,
অমৃতে আমি কোথায় বাড়া
       ওদের আচরণে ?