আশার রবি উঠে কি লাভ-,
যতনে পুবের দিকে-?
কিরণমালার কিরণ- মালা’ই
যখন গেল রে বিকে ।
বন্ধুরা তাই- নিচ্ছি বিদায়,
আজ জানালাম বিনা দ্বিধায়-
‘নুনের জোটে খুন চটে-’ হায়
জীবন মোদের ফিকে-।
উঠলে উঠুক্ ! রবি রে ভাই-
যতনে পুবের দিকে !


এতই খাটি- সারা সারা দিন
তবুও ভুখায় থাকি-,
মনের ঘরেতে আজব আকাশ
জমাতে, ‘আজব ঢাকি-’ ।
তোদের শোষন আর কি মানায়?
তাইতো এ মন যতনে জানায়
ঘামের দাম- কানায় কানায়
ভরেছে থাকি- থাকি-,
নিতেই সুদ- সারা সারা দিন
সবারে আজকে ডাকি- ।


নিঃশেষ-, যখন জীবন আজ
চাওয়া পাওয়ারই মাঝে,
বিশেষ করে- নেবো না আর
ঝোলানো ঝোলার ভাঁজে ।
মিলাতে নারাজ পায়েতে পা’য়
পথ বলে দেয়- কথায় কথায়
তুই কি চাস্ ! সকল ব্যথায়
জীবনটা তোর সাজে ?
বিশেষে তাই- নেবো না আর
ঝোলানো ঝোলার ভাঁজে ।


ওই ছেলেটা- ভুখার পেটে
আজও যখন লড়ে-,
আজও যখন ভুখার পেটে
ঘরের কোণে মরে ।
তখন ওদের কি আসে যায়-?
মরলে মরুক-! জগতটা প্রায়,
পড়ুক জীবন- আবার ধাঁধায়,
মরছে, যখন ওরে-
ওই ছেলেটা- ভুখার পেটে
আজও যখন লড়ে- ।


বলেছিল ওরা অনেক দেবে
নেবে না কিছুই মোর,
শূন্য ঝুলি- ভরিয়ে দেবে
হাসিতে-, জীবন ভোর ।
বলেছিল ওরা- ‘ওরা যা চায়
সবই পাবে, যাবে না বৃথায়-,
বচন মোদের আর কে বাঁকায় !
থাক না মোদের ওর’-।
কিন্তু আমি আজকে জানাই,
বিচার’টা- হোক্ তোর !