*** কবিতার আসরে আমার, পরশুর- "জীবন মানেই মৃত্যু" আর  কালকের পোষ্টের "কিছু করে যাও", কবিতার- পরের পাঠটি " কিছু না করেই " নীচে দিলাম (পাঠের সুবিধার্থে বললাম । এবার কবিতায়-) ।


‘কিছু করে যাও-’। হয়ত এটাই ভাবছো-
‘কিছু না করেই কিছুতো করেছি যাচ্ছি’ !
সেই কিছুটা-, তোমরা, যদি না মাপছো
আমি কিন্তু-, মেপেই ‘কিছুটা’ পাচ্ছি ।


সেই কিছুতে- কিছুর’ই পাওয়া রূপ
জ্বলজ্বল, তার কিরণ লাগে চোখে-,
সেই কিছুতে আমি গো আবার চুপ!
কেঁপে উঠেছি, না পাওয়া কিছু শোকে ।


কিছু করে যাওয়া মানে যদি কিছু নয়
কিছুটা আর- পিছুটা কাটবে না,
বেকার কিছুতে যদি গো- হয় জয়
সঞ্জয় তবে- কিছুটা করতো না !


আমায় দেখেই-, যদি বা কিছু শেখতে
ধন্য হতেম, তবে যে লেখতে লেখতে ।