এই ছোট্ট কুটির-, মোর
      মটরশুঁটির ঘর,
তারি তলে সুখে-দুখে
     আছি বড়ো জোর ।
পাতা তার ছাতা মতো
      ঘিরে থাকে সদা,
তবু তাই বলে যাই-
    ওগো-, মোর দাদা
দিন শেষে তারা কেউ
     নয় গো যে- পর ।
ঝিক্ ঝাক্ নাই-, তবু
    এ- বড় শহর !
তারি তলে সুখে-দুখে
     আছি বড়ো জোর ।
এই ছোট্ট কুটির-, মোর
      মটরশুঁটির ঘর ।।


বৃষ্টিতে, ভিজি না তাই-,
   তারি কোলে বাঁচা যে চাই !
কেউ তাই অ-কালেতে
   মাড়িয়ে যেও না ভাই ।
যত হোক্- ছোটো, তবু
    যত হোক ঝড়-,
হৃদয়ের মাঝখানে-
    এ, বড়- শহর !
এই ছোট্ট কুটির-, মোর,
    মোর, মটরশুঁটির ঘর  ।।