দেখেছি তাকে- রূপ সাগরে নাইতে গিয়ে
দেখেছি তার স্বর্ণ রঙের রূপের ছটা,
সেই রূপটা আকাশ আজকে সঙ্গে নিয়ে
বিকেল বেলায় খেলার শেষে সাজলো গোটা ।


তারই নীচে সবুজ মাটি অবুজ মনে
তাকিয়ে থাকে আমার সাথে হঠাৎ দেখি-,
তবে কি সে আমার মতো প্রেমের রনে
হারিয়ে গেল ? বিকেল বেলায় তবে সে কি


তবে সে কি- পাগল হলো আমার মতো !
শেষ বিকেলের মন ভোলানো রঙের ছটায়?
বলছি তবে- ‘বেকার’, ও সব ভাবছ যত
‘মিছাই মোহ-’, জড়িয়ে শুধু জটলা জটায় ।


কারণ সবুজ ! অবুজ মনে দেখছ যাকে-
ক্ষণিক পরে হারিয়ে সে যে যাবেই বাঁকে !