তুমি কিনছো মাথায় বাঁধার ফুল,
আমি কিনছি-, শক্তিবোধের লাঠি,
আরো কিনছো, কচি কানের দুল,
আমি কিনছি-, নকলি দাঁতের পাটি ।


তুমি শিখছো ‘অ’-এর পরে ‘আ’,
আমি শিখছি ‘জীবন খাতার হিসাব’,
তুমি শিখছো, পায়ের ওপার পা-,
আমি শিখছি-, বাঁচার কত লাভ ।


কষে দেখলাম তোমার অষ্ট’সাল,
আমারটা আর বলবো না গো সখা
যখন হাতে- শক্তিবোধের ডাল,
তখন সবার ‘চোখেই পাবে চখা’ ।


তবু এ প্রেম-, খাঁটির চেয়েও খাঁটি,
মেয়ের মুখে-! 'আঙুলেই হাঁটাহাঁটি' ।।