শুধাই, আজি তোরে-,
কি সুধা খাওয়াইলিরে মোরে ?
ঠাঁই হইলো না তাই-
   আর, হৃদয় ভুবন ঘরে,
শুধাই, আজি তোরে- ।
কি সুধা খাওয়ালিরে মোরে ?


বারে বারে ভুবন কাঁপিয়া তাই,
নেশাতে কেন রে মিশিয়া যাই ?
কেন রে বুঝাইয়া দে আজি-!
এ মনে কিসের রঙগে সাজি ?
আজি, পাগলি হইলাম ওরে ।
  শুধাই, আজি তোরে-!
কি সুধা খাওয়াইলিরে মোরে ?


স্বপনে , যত কি ছিল সখী-,
নয়নে, আজিকে তাহারে দেখি !
কেন রে- বুঝাইয়া দে আজি !
বিনা মেঘে কেমনে আমি ভিজি ?
   আমি, কেমনে ময়ূর ওরে ?
  শুধাই, আজি তোরে-!
কি সুধা খাওয়াইলিরে মোরে ?