নয়া এক পৃথিবীতে দিতে হলে পাড়ি,
তোমাদের মন থেকে- সব কাজ ছাড়ি
নিতে হবে ‘দায়িত্ব’, এক এক করে,
যা সব লেখা আজ লিস্টের ‘পরে- ।
প্রথমত তোমাদের- মনটাকে ভালো
করে নিয়ে শেষ-মেশ জ্বেলে দিও আলো
ওই নয়া পৃথিবীর সব দিকটাতে;
যাতে সব দুষমন ধরা পড়ে তাতে ।
দ্বিতীয়ত ‘অন্যায়’-, একদম নয়
কারণটা বলছি, জানো বোধ হয়-
‘অন্যায়, এগোনোর সব থেকে বাঁধা’।
তাই এর নেই জাগা, নেই কোনো ধাঁধা!
তৃতীয়ত লালসা যে- খালোসাই করবে,
এই বেটা বড় পাঁজি, শয়তান গড়বে ।
একবার যদি সে নয়া গড়া জায়গায়
কহি-বলি করে সে বসে পড়ে কায়দায়
তবে তুমি জানবে ধনী আর গরীবে
হিংসায়- জাগাটাতে বেশ ভাবে ভরিবে ।
চারটাতে লেখা দেখো-, ‘ভালোবাসা আনবে’,
হোক তবু শয়তান কাছে তুমি টানবে ।
কারণ যে ভালোবাসা সবারইতো পাওনা
যাতে মুখ দেখা হয়, ভেবে ঠিক আয়না ।
পঞ্চকে লেখা শেষ-, ‘ঠকাবেনা কাউকে’,
অমৃতে দেখাবে না কোনোদিন ঝাউকে ।
কারণ সে ফলেতে কোমলের ছাপ নাই
এই কথা সকলকে দায়িত্বতে বলে যাই ।
তোমারও যে নাম এতে, ভালো করো আয়িত্বে,
আর এক ভালো কথা- বিচারের সাহিত্যে
ওই নব পৃথিবীর- দায়িত্বটা তোমারই ।
যদি ভালো করবে-, প্রশ্নে কি থামারই ?