একটি ফুল ফুটতে থাকে গাছে-,
একটি ফুল গাছেই আবার শুকায়,
আর এক ফুল চরণ ঢাকায় আছে,
আর এক ফুল নিজের মূল্য চুকায় ।


‘ভাবছি আমি আজকে তারই কথা’,
তারা এমন- কোমল কেমন হয়,
এমন কেন ভাঙে বা তারা প্রথা-!
যে গুলো আজ হবার কথা নয় ?


তবে কি সে- নির্যাসহীন ফুল ?
তবে কি তার মধুর ভার শেষ ?
তবে কি তার- জন্ম নেওয়া ভুল ?
ক্ষতি কি তার- ‘পথেরধারী’ বেস ?


কিন্তু আমায় ফুল বললো শেষে-;
দুঃখ আমার নেই যে কোনো তাতে,
সবাই হয়ত নাই বা টানুক হেসে
কিংবা আমি নাই বা ফুটি প্রাতে !


আমার কাজ প্রকৃতির শোভা দেওয়া
প্রকৃতি কি দিল-, নেব না তার খোঁজ !
দেওয়ার কাছে ভুলে যাই তাই নেওয়া,
প্রকৃতিতে তবু-, ফুটবো আমি রোজ ।