যে জীবন সুখের হতো আমার,     তা আজ দুখেই ভরা খামার,
                 যেখানে প্রশ্নেই- গড়া পাহাড় ,
সেখানে বিষাদ ভরা, মনে-          জানি না কিসের অকারণে,
                 এক কথা- আসছে বারংবার ।
আমি কি মানুষ হলাম এসে ?      আমি কি সকল জয়ীর বেসে ?
                 যদি নই- খুঁজছি কারণ কার ?
তবে কি- আমার মধ্যে নেই ?      তবে কি হারিয়ে আছি খেই ?
                 যা আজ- বলতে বারণ তার !


বেশতো ছিলাম নিজের মনে !       হঠাত ওই ঝড়ের আস্ফালনে
                কি তবে- এল, জীবন মাঝে ?
‘যেখানে মানব মানে বোঝায়        এ জীবন কঠিন নয়- সোজায়’,
               সেখানে, ‘আমার কিসের সাজে-
বার বার দানব রূপী সাজ’ ?        তবে কি- আমার ওটাই কাজ ?
               যদি হয়- জীবন তবে লাজে ।
যদি হয়- আমার মৃত্যু হোক !      যদি হয় করবে না কেউ শোক  
               কারণ আমার জন্ম বেকার, বাজে ।


সকলে- চায় যে মানব হতে,        কেউ আবার মৃত্যু রাখে ব্রতে,
              আর আমি- দানব হলাম এসে,
যেখানে আমার হাত গড়তো       যেখানে ইতিহাস ধরা পড়তো,
              সেখানে-, দানব জীবন শেষে
ঠাঁই নিল আপন হৃদয় মাঝে ।      যেখানে জীবন যেত তাজে  
               যেখানে- আমার বাঁচার দেশে
আমি আজ যখন দানব-বেসি,     সেখানে, চাইবো একটু বেশি
              ‘মৃত্যু-’, আসুক ! হেসে হেসে ।