আমার, আমার করে মরিস্ !
আচ্ছা, বলত তুই-
যা গুছিয়ে ঝোলায় ভরিস্
সে কি গোলাপ, জুঁই ?


সে কি তোর-  'রক্তে গড়া
মোমের পুতুল নাকি-' ?
তবে জানিস্- ! মরলে, তোরা
হাসবি না আর খি খি ।


তাইতো বলি- চাস্ না আর
বিলিয়ে দে রে সকল,
আসল কিছু- নেই যে সবার,
এ যে সবই নকল ।