গড়িয়ে এল জল, তাই- রাস্তা হল কাদা,
সত্যি করে বলছি, আমি উড়তে পারিনা দাদা ।
বাঁধন হারা, তবু-
বেকার, আজকে সবু,
প্যাঁচপ্যাঁচে এই কাদার মাঝে জীবন যে তাই আধা,
সত্যি করে বলছি, আমি- উড়তে পারিনা দাদা ।


কিন্তু এমন কেন ? প্রশ্নে-, হঠাত কেন জল ?
বলল কেউ- জানি, তবু করলো হাজার ছল ।
বলবে কেমন করে !
যখন নিজের ঘরে-
প্যাঁচপ্যাঁচে ওই রাস্তা কাদা- পায়ের ছাপে সাদা !
তখন কি আর বলবে বলো ! জীবন তখন ধাঁধা ।