কান্না আসে, আমার থেকে নয়-,
পাশের ওই আধপোড়া মড়া থেকে;
সত্যি বলছি-, করছি, হাজার ভয়,
পারছি না আর, নিচ্ছে আগুন ডেকে ।


আশার মাঝে একটুখানি- জেনো
মন করেছিল বাঁচতে আমি চাই-;
কিন্তু হঠাত-, বাঁচার মাঝে যেন
ধরায় এলো-, ‘মৃত্যু-গরল’ ভাই ।


সেই গরলে- পুড়ছে দেখি জগত;
সেই গরলে আমিও- পুড়ছি ভাই,
গরলে তাই- চলাএ কঠিন পথ,
ছাড়বো ভাবি ! মন বলে হবে নাই ।


তাইতো আশায়- গন্ধ হোক বা ভুল,
বন্ধ না হয় যেন- চোখের পাতা,
জ্বলার মাঝে না হয় পুড়ুক চুল
বাঁচার আশায় বাঁচুক না হয় মাথা ।


মিলতে যে চাই, যখন চালাবে খোঁজ
হতে না চাই একদম আমি জবাই,
মুখ পুড়লে- পুড়ুক, অতি সহজ-,
পোড়ার খেলায় পুড়ছে যখন সবাই ।