বিবেক তোমার বিবেকানন্দ
করছো তবু- সবই মন্দ ?
ওহে্ তরুণ- সমাজ আমার
ভরবে কখন নিজ খামার ?
চলার পথ আজ- কেন বন্ধ ?  
ওহে্ তরুণ- সমাজ আমার !


নয়গো এখন কোনো থামার,
ওহে্ তরুণ- সমাজ আমার !
হাওয়ার সাথে চলতে হবে;
ঝড়ের মতো বইতে হবে !
বয়স নয়তো- এত নামার ?
ওহে্ তরুণ- সমাজ আমার !


দেহ তোমার লৌহ হলে-,
কমবে কি বল বাউহ্ বলে ?
কমবে কি বল বাঁচার নেশা ?
নিজেই নিজে- সর্বনাশা ,
আঁধার হাঠাও- প্রদীপ তলে !
ওহে তরুণ- সমাজ আমার !


তোমার ধরা, তুমিই আগাও,
গ্লানি, তেষ্টা- সকলই ভাগাও .
গড়তে জীবন স্বচ্ছ মনে-,
নিজেকে রেখে- খুব গহনে;
নিজে জেগে-, অপরকে জাগাও ।
ওহে্ তরুণ- সমাজ আমার !