কাকভোরে খোলো তুমি আঁখি,
তুমি সোনার রবি হবে নাকি ?
তুমি কিরণ আনবে তবে-?
    যে কিরণ নিভে গেছে কবে !
তবে হবো ভাই আমি- ভোরের পাখি ।
তুমি সোনার রবি হবে নাকি ?


আশা আছে, আসার-যাওয়ার মাঝে,
আসবে রোশন নব বধু সাঝে ।
তবে আশা সব করবে পুরণ ?
      তবে হবে বুঝি- ভালোই মরণ;
এইটুকু- আশা, আছে বাকি ।
তুমি সোনার রবি হবে নাকি ?


রাত জানি, বড় বেইমানি-,
রাত মাঝে- তবে রবি আনি ?
রবি এলে ঘুঁচে যাবে কালো,
    চারিদিকে হবে-, আলো আলো,
কালো তবে যাবে সব ঢাকি- ।
তুমি সোনার রবি- হবে নাকি ?