প্রেম যে হাসে হৃদয় পাশে- হৃদয় দোলানো গীতে,
ও সখী তোর প্রেমের মাঝে কি আর বাকি দিতে ?
ও সখী তোর বলার বুলি,
সাত সুরেতে- ভরায় ঝুলি;
হৃদয় খুলি, তাইতো আমি- সকল কিছুই নিতে ।
আমার, প্রেম যে হাসে হৃদয় পাশে-, হৃদয় দোলানো গীতে ।।


এই বারতা, ধিতাং ধিতা-, বলে রে তোর চোখ
ও সখী তোর প্রেমের মাঝে আমি-ই আপন লোক ।
পায়ের চলনে তবলা বাজে,
তার তালেতে হৃদয় রাজে;
সকল কাজে, সকল মাঝে- নেয় যে সকল জিতে ।
ও- প্রেম যে হাসে হৃদয় পাশে- হৃদয় দোলানো গীতে ।।


হৃদয় দোলে, যখন খোলে- আরো রাঙা ঠোঁট,
মনে হয় যেন দুইটি কাঁঠি হারমনিরি জোট ।
পেয়েছি আমি অনেক জানি,
তবু জিগাই তোকেই টানি–
ও সখী মোর প্রেমের মাঝে কি আর বাকি দিতে ?
আজ, প্রেম যে হাসে হৃদয় পাশে- হৃদয় দোলানো গীতে ।।