সিলেট এবং চকটা- হাতে নিলাম যখন তুলি,
‘অ’ শিখলাম, ‘আ’ শিখলাম, শিখলাম নানা বুলি ।
ধীরে ধীরে- শিখলাম আরো, নানান রকম ফলা-,
কণ্ঠে তখন এলো আমার- ‘জ্ঞান’ নামক কলা ।
বাড়লো বয়স সাথে আমার, বাড়লো আরো আঙুল,
আঙুল মাঝে তখন এলো- ‘কলম’ রূপী ফুল ।
কলম দিয়ে তখন আমি- আঁকলাম, জ্ঞানশিখা-,
তখন থেকেই জীবন মাঝে হাটলো সকল ফিকা ।
ফিকা হাটলো নিজের জ্ঞানে-, জ্ঞানে এলো আলো,
যে আলোরা মুছিয়ে দিলো- চলার পথের কালো ।
আজকে আমি হাঁটছি তাই- যে পথটা দিয়ে,
সেই পথে ‘মা’ এসেছিল-, জ্ঞান ভাণ্ডার নিয়ে ।
‘মা সারদা’, যিনি হলেন- আমার ‘বাগ-দেবি’
বাগ বুলিতেই যিনিই ছিলেন- জ্ঞান-কলার সেবি ।
তারই আজ পূজার দিন-, আয়োজন মাঘ-লগ্নে,
নিজেতে তাই- কিছুটা চাওয়ায় বেশ কিছুটা মগ্নে ।
তাইতো আজ মন মেতেছে-, পাওয়ার আনচানে,
মন মেতেছে পাবো যে আজ মায়ের আশিস- জ্ঞানে ।
জ্ঞানের মাঝে আসুক! আরো- জ্ঞানের ঝাড়বাতি,
আলোয় রাঙ্গুক জীবন আমার, সকাল কিংবা রাতি ।
ছুটেআসা তাই- সকাল হতে, আয়োজন সমাগমে,
আশিস পাবো। মায়ের আশিস- হৃদয়ে যাতে জমে ।
আশারা তাই- হয়নি নিরাশ তুমি মা- আছো বলে,
তাইতো সবাই ‘অ’ থেকে আজ- আ’শিসে’ আসি দলে ।