কিছুটা কাজের মধ্যে আছি
কিছুটা খুবই কাছাকাছি
      কিছুটা– পাওয়ার তরে ধাওয়া।
দিয়েছে– জীবন এ হেন;
তাইতো মনে হয় যেন
      ফেলে দি নাওয়া এবং খাওয়া ।


এ যেন মুক্ত বলাকা
এ যেন সৌর গোলাকা
      অপরূপ শক্তির কাছে যাওয়া।
পা দু'খান টিপিটিপি ফেলে;
তিথিটা কিছুটা এগিয়ে এলে
      সময়ের তালেই তখন বাওয়া ।


বুঝবো তখন আমি তবে
প্রেমেতে এমন যদি হবে!
      পাগলিনী- বেশে পাগল হাওয়া
আমারে পাগল করাবে;
তখনই হৃদয় ভরাবে
      যে গান কখনো ছিলো না গাওয়া ।


তাইতো কিছুটা সময় পরে
আমারে নেবে আপন করে,
      যেখানে আমার সকল চাওয়া
নিমেষে এক হয়ে যায়;
সেখানে খেলা গুলো প্রায়-
      আমার, ‘স্বর্গ সুখে ছাওয়া’ ।