দিন চলেছে, দীনের তরে-,       আমার জীবন বেকার করে;
            বাঁচতে গিয়ে, যখন মরছি আমি-,
যখন নিজেই-, বেকার কাজে     জড়িয়ে থাকি সকাল সাঝে
            যখন নিজেই অল্প হলেও ঘামি ।
কেউ জানে না, তখন ছলে       বুক কাঁপাতে, একটু হলে-
           বুঝেই যাই-, আমি যে কত দামি ।


‘দামি’, তবু বলে লোকে-;        কি জানি কি কোন আলোকে
          রাঙলে আমি, দামি বলে তারা,
রঙটা দেখো-, একটু চেখে    পড়বে তখন শ’পাদ বেঁকে;
          এই যে এখন- বলছিল ঠিক যারা !
তাদের ঢের অর্থ পুঁজি-;      তবে আমি একটু বুঝি- !        
          পোড়া হৃদয়ের- খবর রাখে কারা ।


ডিগ্রি কি আর ভেজে খাই    ফাইলেই হয় বেবাক ছাই
          যা অর্জন-, সবই আকাশ ছোঁয়া
মূলমন্ত্র- ‘গনতন্ত্র’            কিন্তু এ সব ষড়যন্ত্র
          চালিয়ে যাচ্ছে- ‘ঝাঁঝালো এক ধোঁয়া’ ।
অর্থ নাই, জেনে সবাই       ভীষন ভাবে করছে জবাই
          বেকার তবে- শাবাশি দেয় ‘লোহা’ ।


সমাজ, নাকি- রাখছে তবু;      তার চেয়ে বেশি রাখছে ‘প্রভু’
           আমার খবর, জনগণনার খাতায়,
তার সাথে ঠিক নিচ্ছে গুণে,     চিনি, নাকি- লবণ খুনে;
           সে সব কথা, দেখি- পাতায় পাতায় ।
তাই না দেখে-, বিশেষ করে     সত্যি, আমি বলছি ‘তোরে’
           বিনা রোদে মাথাটা-, খুব তাতায় !