সুগন্ধ মাখা, শিমুল পলাশ ফোটে যতই ফোটে,
মৌমাছিরা, প্রজাপতির- সঙ্গে ততই ছোটে ।
‘বীরাঙ্গনা’র- রূপটা নেয় তখন,
পরাগরেণুর সংগমে- ঠিক যখন
ঠোঁটের পরশ, নাভীর মিলন, মিলন মেলায় জোটে ।