স্বপ্ন যে স্বপ্ন নয়-। বাস্তব করেছি তাকে।
সরলে হাঁটিনি আমি। হেঁটেছি সাধনা বাঁকে ।
চলনে তাইতো গতি কখনো থামেনি ভাই;
ধীর ও অলস ডেকে খরগোসে হইনি দাই ।
নিজেকে করেই ধুলি, উড়েছি, ধুলারই সাথে;
বেঘোরে নিজের জীবন রেখেছি মরণ-খাতে ।
মনেতে তখন আমার- ছিলো না কোনোই ভয়,
ভয় না থাকলে মনে- বীরেরা যেমন হয়,
তেমনই বীরেরই বেশে নিজেরে সপেছি পদে,
চেয়েছি- সমুদ্র হতে; নিজেরে রাখিনি হ্রদে ।
বুকেতে সুনামি এনে চেয়েছি সেটাই নিজে-,
ছাতাটা ওদেরই দিয়েছি-; এনেছি জ্বরটা ভিজে ।
কিছু তো চাইনি, তবে, চেয়েছি কিছুটা কমে
কষ্ট'রা কোনাদিন যেন মনেতে কারো না জমে ।
সুখেতে সবাই যেন থাকতে পারে গো, তাতে-
নিজেকে না হয় ভাই- পুড়েছি নিজেরই হাতে !
ক্ষতি কি-, অঙ্গ পুড়ে জমেছে যদি বা ছাই !
একদা পুড়বো ভেবে আমি যে একটু তাই-
‘জমাতে চেয়েছি ফল; জমেছে, ফলেরই বীজ;
তবুও, খুশির দল- আজও রইলো নীচ’ !
আশাতো একটুখানি-, তা আবার রাখতে, বুকে,
আমাকে না বোঝে হ্যাঁ গো- রেখেছো ভীষণ দুখে ?
নিজেরে মানাবো কেমন-! দাও না, কেউ গো বলে !
‘জীবনে সন্ধ্যা নামে-; তবে কি সন্ধ্যে হলে’ ?