আজকে না হয় মিলের মেলায় রইলে তুমি বাদ,
বিজোড় তবু হয়নি-! আমি রেখেছি হাতে হাত ।
     তুমি,  আসবে আবার জানি মেলায়
            মিলেই- ফের মাতবে খেলায়;
কি হবে কি জানি না, তখন- এলেই ওই রাত ।
আজকে না হয় মিলের মেলায় রইলে তুমি বাদ !


পাই ভরসা তবু আমি গান, কবিতার থেকে-,
ওরাই এখন সঙ্গী, তবে- ওদেরই এখন ডেকে
       আমি, মিলিয়ে যাই ছন্দ ছাদে,
          রাখনি তবে- একটুও বাদে !
খাতার পাতায় যাচ্ছি যে তাই- মিলন গুলি এঁকে ।
পাই ভরসা তবু- আমি গান, কবিতার থেকে- ।


তোমায় এখন নিয়েছি খুঁজে, এই যে কবিতাতে-,
যে কাজে তাই মন দিয়েছো মনটা রেখো তাতে ।
       ভাবি, তাইতো আমার ভাবনা গুলো
            জড়িয়ে ধরা বালিশ তুলো-,
তখনও তুমি থাকতে, আর এখনও আছো সাথে ।
তোমায় এখন নিয়েছি খুঁজে, দেখো, কবিতাতে...।