(১)
প্রেম। তোমার আর আমার।
যেখানে 'আমার' রাজ্যজয়।
'তোমার' সেখানে কারবার
বিন্দু অথবা শূন্যই নিশ্চয়।


(২)
দিয়ে যায় সব। নিয়ে যায় কে?
নিয়ে গেলে নেয়– শূন্যতা'কে।


(৩)
যেখানে তুমি দিয়েছো বুকে– পাহাড়সম জখম
সেখানে দিয়েছি– সুঁইরের আঘাত; যা অনেক কম।