(১)
আগেও তো হতে পারতো দেখা!
আগেও তো ধরতে পারতে হাত!
এখন জানো-!  আমার ভাগ্যরেখা
ঘুমাতে দেয় না, রাতের পর রাত।


(২)
আলোকবর্ষ হয়নি কথা। হবে না কথা। মেনে নিলাম।
বন্ধু তবু কেমন আছো? খবর দিও, পাঠিও মেল।
আমি, আজও কয়েদী। যেমন আগেও– ছিলাম।
সত্য জেনো, মন বলেছে– প্রেমিক খাঁচায় হয় না বেল।


(৩)
তারা জ্বলে রাতে মিটিমিটি
লেখা আছে নামে তার চিঠি
শুধু নেই– তার ঠিকানা...।
দিতে তাই ভুলে গেছি ডাকে;
অপেক্ষায়, সে কি আজও থাকে!
আমার যে– নেই তা জানা।
জানে যদি কেউ তা হলে–
দ্বিধাহীন দাও না বলে!
কেমন সে আছে, জানি তবে!
মনে আছে, নাকি ভুলে গেছে!
বলে যাই আগামীর কাছে–
চিঠিখানা ঠিক দিতে হবে!