(১)
ভাবতে দেখি–
এ মন নেই, এই মনে রে।
জানি না ঠিকই
সজনী হারালো, কেমনে রে...


(২)
রাত পেরোতেই ভোরের আলোয়
যাতে সে– আর না পালায়,
হারিয়ে যাওয়ার ভয় হলে খুব!
বদ্ধ করি হৃদয়তালায়...।


(৩)
আমি যদি তোমার হতেম
দিতে মলম তবে কি গো আমার ক্ষতে?
একলা আকাশ, শূন্য পথে–
জখম হৃদয়, চাইছে সে সুখ পরিবর্তে।


জখম হৃদয় চাইছে আদর
চাইছে একটু ব্যথার ঘায়ে হালকা ওম।
বাঁচার জন্যে চাইছে কেবল,
সময় পেলে, আলতো করে লাগিও মলম...!