(১)
কল্পনাতে জগত হয় জয়
কল্পনাই তো বাঁধে বাহুডোরে,
কল্পনা তাই করে যেতে হয়...
মাঝরাতে, বা সোজা মাঝভোরে।


(২)
কল্পনা ভুলাক তাকে, কল্পনা আনুক অন্য
বাস্তবে যে গেছে, ছেড়ে যাওয়াও– তার জন্য।


(৩)
কাল যদি যাই মরে
কাল যদি আমার মৃত্যুর'ই বা দিন হয়,
তবে, জেনে নিও ভোরে
আজটুকু যা– তা আমারই পরিচয়।