(১)
শরীর অকেজো। মন দূরন্ত ।
মানে না বাধা। সদাই উড়ন্ত।
জানি না তাকে কে দিলো ডানা...।
খুঁজে নিয়েছে সে নতুন ঠিকানা।


(২)
সারাদিন মেঘলা বুকের ভেতর
চাই না তোমার দেওয়া ঋণ!
তুমি যে ঠিকানা ঠিকানা খেলো!
স্থিরতা থাকলে দিও– একদিন।


(৩)
রেখেছি সাগরকে সম্মুখে...
        অথচ নেভাতে পারি না জ্বালা।