(১)
যাদের ঘিরে আজ থাকতে চায়– আমার আগামী
চলে যাওয়া পথে, চলে যেতে দেখেছি তাদের আমি।
ফিরছে না আর তারা। শূন্য করে থাকছে অচিনঘরে,
যাচ্ছে, কেবলই যাচ্ছে, আরো অনেক অনেক দূরে...।


(২)
দূরে যেতে যেতে, পেছনে ফিরো না আর,
তেমন করে আর জাগাও না মনে আবেগ।
আকাশটা ধীরে ধীরে সরাচ্ছে অন্ধকার;
নতুন করে আর জমাও না কোনো মেঘ...।


(৩)
মেঘ জমছে বুকের ভেতরে। বুকের আশেপাশে।
চশমা এঁটে বাইরে দেখি– বদলায় পৃথিবী।


তোর চেনা মুখ, হয়ে জলছবি কেবলই মনে ভাসে;
কান্না আসে...।
                আগের মতো আঁচল তুলে দিবি–?